ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৬, ৬ নভেম্বর ২০২৩

শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে সাকিব-আল হাসান। টাইগারদের একাদশে এক পরিবর্তন আনা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।  

লঙ্কানদের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে দুর্দান্ত শুরুর পর টানা ৬ ম্যাচ হেরে পুরোপুরি ব্যর্থতার বৃত্তে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে পারেনি সাকিব আল হাসানের দল। তাই যোগ্যতার প্রমাণ দিতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় চায় টাইগাররা। 

এদিকে, শ্রীলঙ্কার প্রায় একই অবস্থা। যদিও বাংলাদেশের চেয়ে একটি জয় বেশি পেয়েছে তারা। তারপরও বড় বড় ব্যবধানে হেরে  মনোবল তলানিতে লঙ্কানদের। হারানো মনোবল ফিরে পেতে বাংলাদেশের বিপক্ষে জয়েই চোখ তাদের।

তাই এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে লঙ্কানরা। 

বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব। 

শ্রীলঙ্কা একাদশ
কুশাল পেরেরা, পথুম নিশাঙ্কা, কুসল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধানাঞ্জায়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকসানা, দিলশান মাদুশঙ্কা, কুশান রাজিথা ও দুশমন্থ চামিরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি