ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ২১ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপের সুপার ফোরে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সুপার ফোরের মধ্য দিয়ে এশিয়া কাপের চলতি আসরে প্রথম সাক্ষাত হচ্ছে দুই দলের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সময় ৫টা ৩০ মিনিটে খেলাটি শুরু হবে।

ক্রিকেটে বাংলাদেশের ক্রমাগত উত্থানের ফলে ভারত ও বাংলাদেশের মধ্যকার ক্রিকেটীয় লড়াই হয়ে উঠেছে এশিয়ার সবচেয়ে উত্তাপ ছড়ানো ম্যাচ। এই ম্যাচের আগে ওয়ানডেতে সবমিলিয়ে দু’দল ৩৩ ম্যাচে মুখোমুখি হয়। ভারতের ২৭ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র পাঁচটি। কিন্তু এই পাঁচ জয়ের দুটিই এসেছে শেষ চার ম্যাচে।

এদিকে এশিয়া কাপের প্রথম দু ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে রয়েছে রোহিত এন্ড কোং। অন্যদিকে প্রথম ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে থাকলেও, দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে লজ্জার হারে কিছুটা ব্যাকফুটে চলে গেছে মাশরাফি এন্ড কোং।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি