ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

টাইগারদের অধিনায়ক মাহমুদউল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৮, ১২ অক্টোবর ২০১৮

আঙুলের ইনজুরির কারণে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজে খেলতে পারছেন না টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তাই তার অনুপস্থিতিতে সাদা পোশাকে দলকে নেতৃত্ব দেবেন ভাইস ক্যাপ্টেন মাহমুদ উল্লাহ রিয়াদ। তবে সেটা শুধু এই সিরিজের জন্যই নয়, যতদিন সাকিব খেলার জন্য পুরোপুরি ফিট না হন ততদিন।

বৃহস্পতিবার রাতে ঢাকা ক্লাবে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ কথা জানিয়েছেন।

প্রসঙ্গত, সাকিব বাংলাদেশ টেস্ট ও টি-টুয়েন্টি দলকে নেতৃত্ব দিয়ে আসছেন। মাশরাফী আছেন ওয়ানডে দলের নেতৃত্বে। কিন্তু আঙুলের চোটে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের ফাইনাল না খেলেই দেশে ফিরে আসতে হয়েছিল সাকিবকে। এখনও তিনি চিকিৎসাধীন আছেন। মাঠে ফিরতে ২-৩ মাস সময় লাগবে তার।

বিসিবি সভাপতি বলেন, যদি এমন হয় আমরা অন্য কাউকে অধিনায়ক করি তাহলে সাকিব ফিট হয়ে দলে ফিরলে তাকে বাদ দিতে হবে। বারবার অধিনায়ক পরিবর্তনের বিষয়টি খারাপ। তাই আমি মনে করি সাকিব ফিট হয়ে না আসা পর্যন্ত রিয়াদেরই অধিনায়কত্ব চালিয়ে যাওয়া উচিৎ।

দু’টি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। বাংলাদেশে পৌঁছে  ১৯ অক্টোবর বিকেএসপিতে একদিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে দুইদল। এরপর ২১ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রি‌কেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক ও সফরকারীরা। সিরিজের শেষ দু’টি ওয়ানডে গড়াবে ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রতিটি ওয়ানডে ম্যাচই দিবা-রা‌ত্রির।

ওয়ানডে সিরিজ শেষে ৩-৭ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে প্রথম টেস্ট ম্যাচটি। আর এই ম্যাচ দিয়েই নয়নাভিরাম স্টেডিয়ামটির টেস্ট অভিষেক হবে।

দ্বিতীয় ও শেষটি অনুষ্ঠিত হবে ১১-১৫ নভেম্বর  মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবি। জিম্বাবুয়ে সিরিজের পরপরই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল

লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, ফজলে মাহমুদ রাব্বি, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি