ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

৬১.৪ ওভারে ১৬১/৯

টাইগারদের স্বপ্ন ভঙ্গ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ৬ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৪২, ৬ নভেম্বর ২০১৮

সিলেটে প্রথম টেস্ট জয়ের লক্ষ্যে ব্যাট করতে গিয়ে বিপদে রয়েছে বাংলাদেশ। চতুর্থ দিন প্রথম সেশনেই হারিয়েছে ৫ উইকেট। জিম্বাবুয়ের ছুঁড়ে দেওয়া ৩২১ রানের বিপরীতে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১৬১ রান। জয়ের জন্য প্রয়োজন আরও ১৫৬ রান।

জিম্বাবুয়ে বোলারদের জবাব পাচ্ছেন না বাংলাদেশি ব্যাটসম্যানরা। একের পর এক আসছেন আর যাচ্ছেন। সবশেষ যাওয়া-আসার মিছিলে যোগ দিলেন নাজমুল হোসেন শান্ত। এবার শিকারী ব্রেন্ডন মাভুতা। তার বলে সিকান্দার রাজার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।
শেষ খবর পর্যন্ত প্রথম সেশন শেষে ১৬৫ রানে ৯ উইকেট হারিয়ে ধুঁকছে স্বাগতিকরা। জয়ের জন্য এখন দরকার ১৫৬ রান।
এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি