ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

টাইগারদের হেড কোচ হলেন স্টিভ রোডস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ৭ জুন ২০১৮ | আপডেট: ১৮:২৫, ৭ জুন ২০১৮

ব্যাপক খোঁজাখুজির পর শেষ পর্যন্ত স্টিভ রোডসকেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে বাছাই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আজ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

প্রধান কোচ হিসেবে স্টিভ রোডসকে বাছাই করার মাধ্যমে দীর্ঘ ৮ মাস পর অভিভাবক পেতে যাচ্চে টাইগাররা। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার।

ইংল্যান্ডের কাউন্টিতে স্টিভ রোডসের আছে ব্যাপক সফলতা। বাবা বিলি রোডসের মতই নিজেও ছিলেন উইকেট রক্ষক কাম ব্যাটসম্যান। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১১ টেস্ট আর ৯ ওয়ানডে খেলেছেন স্টিভ। তবে জাতীয় দলের পরিসংখ্যানের চেয়ে স্টিভের পরিচয় ভালো বুঝিয়ে দেয় কাউন্টির পরিসংখ্যান।

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলোয়াড় ও কোচ হিসেবে স্টিভ রোডসের আছে কিংবদন্তীতুল্য জনপ্রিয়তা। কাউন্টি দল উস্টারশায়ারের হয়ে ১৯৮৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত টানা ২০ বছর খেলেছেন। এরপর খেলোয়াড়ি জীবনের ইটি টেনে ২০০৬ সালে কোচিং ক্যারিয়ারের শুরু করেন। কোচ হিসেবে দায়িত্ব নেন একই দলের। ২০০৬ সাল থেকে ২০১৭ পর্যন্ত দলের পরিচালক ও কোচ হিসেবে নিযুক্ত ছিলেন তিনি।  

তবে স্টিভ রোডসের জন্য কোন দেশের জাতীয় দলের হয়ে কোচিং করানোর অভিজ্ঞতা হবে এটিই প্রথম। তবুও ২০১৯ বিশ্বকাপ যেহেতু ইংল্যান্ডের মাটিতেই তাই এই ঝুঁকিটুকু বিসিবি নিতে রাজি হয়েছে।

তবে স্টিভ রোডস আনুষ্ঠানিকভাবে কবে থেকে টাইগারদের দায়িত্ব নিতে যাচ্ছেন তা এখনও চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের দেরাদুন সফরে আছে।

//এস এইচ এস//  এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি