ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টাইগার অধ্যায়ের ইতি টানলেন স্পিন কোচ মুশতাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫, ৯ জুলাই ২০২৪

বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে লম্বা সময়ের জন্যই পাকিস্তানের মুশতাক আহমেদকে রেখে দিতে চেয়েছিল বিসিবি। তবে, শেষ পর্যন্ত টাইগারদের অধ্যায়ের ইতি টানলেন মুশতাক।

গত এপ্রিলে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ। মূলত বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। 

বিশ্বকাপের এবারের আসনে তার অধীনে দলের স্পিনাররা ভালো করেছিলেন। বিশেষ করে নজরকাড়া পারফর্ম করেছেন রিশাদ হোসেন। যে কারণে এই কোচকে লম্বা সময়ের জন্যই রেখে দিতে চেয়েছিলো বিসিবি। 

ইংল্যান্ড যুবদলের কোচ হিসেবে কাজ শুরু করতে যাওয়ায় সেপথে হাঁটলেন না মুশতাক আহমেদ। 

পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের স্পিন বোলিং কোচ হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম পাক প্যাশন ডট নেটও। 

জাতীয় দলের হয়ে ৫৩ বছর বয়সী মুশতাক ৫২ টেস্ট খেলেছেন।  তার নামের পাশে ১৮৫টি টেস্ট উইকেট আছে। এছাড়া ১৪৪ ওয়ানডে খেলে ১৬১ উইকেট নিয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪০৭ উইকেট নিয়েছেন এই স্পিনার।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি