ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘টাইগার জিন্দা হ্যা’র ঘরে ৪৫ কোটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ২৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২১:১১, ২৩ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বড়দিন উপলক্ষে ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে সালমান-ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার জিন্দা হ্যায় সিনেমাটি। ভারতে ৪৬০০ এবং ভারতের বাইরে ১১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। প্রথম দিন প্রায় প্রতিটি প্রেক্ষাগৃহ ৯০ শতাংশ দর্শক ছিল। আর মুক্তির প্রথম দিনে শুধু ভারতীয় বক্স অফিসে টাইগার জিন্দা হ্যায় আয় করেছে প্রায় ৩৬ কোটি রুপি। এ ছাড়া ভারতের বাইরে আয় করেছে প্রায় ৯ কোটি রুপি।

গত জুনে মুক্তি পায় সালমান খান অভিনীত সিনেমা টিউবলাইট। তবে দর্শকের মাঝে খুব একটা সাড়া ফেলতে পারেনি এটি।

পরিবেশক-প্রদর্শক অক্ষয় রাথি বলেন, সালমান ভক্তদের জন্য এটি বড়দিন ও নতুন বছরের উপহার। তিনি এমন চরিত্রে অভিনয় করেছেন যা তার ভক্তরা অনেকদিন ধরেই দেখতে চাইছিলেন। অগ্রিম টিকেট বুকিংয়ের সংখ্যাও উল্লেখ করার মতো। ইতোমধ্যে অনেকেই সিনেমাটি দেখেছেন এবং অন্যদের দেখার পরামর্শ দিচ্ছেন। এখন পর্যন্ত চলতি বছর বলিউডের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা গোলমাল এগেইন। অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, পরিণীতি চোপড়া, টাবু অভিনীত সিনেমাটি ৩০০ কোটি রুপির ওপর আয় করেছে। এটি পরিচালনা করেছেন রোহিত শেঠি।

সূত্র : ইন্ডিয়া টুডে

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি