ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টাইব্রেকারে ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শিরোপা জিতলো স্পেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪, ১৯ জুন ২০২৩ | আপডেট: ১০:৫৫, ১৯ জুন ২০২৩

Ekushey Television Ltd.

উয়েফা নেশন্স লিগে টাইব্রেকারে ক্রোয়েশিয়াকে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতলো স্পেন। প্রথমবারের মতো নেশন্স লিগের শিরোপা জিতল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

টানটান উত্তেজনাপূর্ণ উয়েফা নেশন্স লিগের ফাইনালে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট মোট ১২০ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোন দলই। 

অবশেষে টাইব্রেকারে বাজিমাত করে লুইস দে লা ফুয়েওন্তের দল। প্রথম চার শটে গোল করে দুই দলই। ক্রোয়েশিয়ার ব্রুনো পেতকোভিচের পঞ্চম শটটি স্পেনের গোলরক্ষক ঠেকিয়ে দিলে এগিয়ে যায় স্পেন। 

এরপর পঞ্চম শটে দানি কারভাহাল নিখুঁত শটে লক্ষ্যভেদ করলে উল্লাসে ফেটে পড়ে স্পেনিশরা।  ১১ বছর পর চ্যাম্পিয়ন হওয়ার মিষ্টি স্বাদ পেল তারা।

এদিকে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফেদেরিকো দিমার্কো ও দাভিদে ফ্রাত্তেসির গোলে প্রথম ২০ মিনিটেই ২-০তে লিড নেয় ইতালি। ম্যাচের ৬৮ মিনিটে স্টিভেন বেরহাসের গোলে ব্যবধান কমায় নেদারল্যান্স। 

এরপর ৭২ মিনিটে ফেদরিকোর গোলে ৩-১ এ লিড নেয় ইতালি। ৮৯ মিনিটে জর্জিনিয়ে ভেইনালডামের গোলে ব্যবধান ৩-২ এ কমালেও হার এড়াতে পারেনি ডাচরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি