টাইমস অব ইন্ডিয়ার বর্ষসেরা একাদশে সাকিব
প্রকাশিত : ১৩:৪৬, ২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:০৬, ২ জানুয়ারি ২০১৮
২০১৭ সালে তিন ফরম্যাটেই অলরাউন্ড নৈপুণ্যে রাজত্ব করেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর তারই ফল হিসেবে বছর শেষে একের পর এক স্বীকৃতি পাচ্ছেন টাইগারদের নতুন এই টেস্ট অধিনায়ক। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান, ক্রিকেট অস্ট্রেলিয়া, ইএসপিএন ক্রিকইনফো’র পর এবার ভারতীয় জনপ্রিয় সংবাদমাধ্যম ‘টাইম অব ইন্ডিয়ার’ ২০১৭ সালের বর্ষসেরা টেস্ট একাদশেও জায়গা করে নিয়েছেন এ বাংলাদেশি তারকা ক্রিকেটার।
টেস্ট ক্রিকেটে ২০১৭ সালটা দারুণ কেটেছে সাকিবের। ৭ ম্যাচে ৪৭.৫০ গড়ে রান করেছেন ৬৬৫। সমান সংখ্যক ম্যাচে নিয়েছেন ২৯ উইকেট। বছরের শুরুতেই নিউজিল্যান্ড সফরে গিয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান সাকিব। শ্রীলঙ্কার মাটিতেও ইতিহাস গড়ে বাংলাদেশ। সেঞ্চুরি হাঁকিয়ে দলের জয়ে অসামান্য অবদান রাখেন তিনি। এরপর দেশের মাটিতে একরকম সাকিবের উপর ভর করেই শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ। চোখ ধাঁধানো সব পারফরম্যান্সে নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়।
এ বর্ষসেরা একাদশে অস্ট্রেলিয়ার ৩ জন, দক্ষিণ আফ্রিকার ৩ জন, ভারতের ২ জন, ইংল্যান্ডের ২ জন ও বাংলাদেশ থেকে একজন খেলোয়াড় জায়গা পান। এ বর্ষসেরা একাদশে ৬ নম্বরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
টাইমস অব ইন্ডিয়ার বর্ষসেরা টেস্ট একাদশ: ডিন এলগার, ডেভিড ওয়ার্নার, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, সাকিব আল হাসান, বেন স্টোকস, কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, নাথান লায়ন, জেমস অ্যান্ডারসন।
একে// এআর