ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

টাঙ্গাইলে অর্ধশত ভবনে ফাটল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০, ২৬ এপ্রিল ২০১৭ | আপডেট: ১০:৩৭, ২৬ এপ্রিল ২০১৭

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ভবন নির্মাণে, হ্যামারিং পদ্ধতিতে ফাউন্ডেশন পাইলিংয়ের কারণে আশপাশের প্রায় অর্ধশত ভবনে ফাটল দেখা দিয়েছে। যেকোন সময় এসব ভবনের অংশ ধসে দুর্ঘটনার আশংকা করছেন বাসিন্দারা। তবে, বিশেষজ্ঞ টিম এনে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে গণপূর্ত বিভাগ।
টাঙ্গাইল মেডিকেল কলেজের একাডেমিক ভবনসহ অন্যান্য অবকাঠামো নির্মাণে ২০১৬ সালে ৬শ’ ৩৫ কোটি টাকার প্রকল্প শুরু হয়। ভবন নির্মাণের জন্য ৫০ ফুট দৈর্ঘ্যর প্রায় ১২শ’ কংক্রিট পাইল হ্যামারিং পদ্ধতির মাধ্যমে মাটির নিচে ঢোকানোর কাজ চলছে। তবে ভারী ওজন যন্ত্রের ধাক্কায় পাইলিংয়ের কারণে আশপাশের অনেক বাড়িতে দেখা দিয়েছে ফাটল।
এসব ভবনের বাসিন্দারা বলছেন, পাইলগুলো মাটির নিচে ঢোকানোর সময় ভুমিকম্পের মতো কেঁপে ওঠে এলাকা। যেকোন সময় বাড়ি ধসে পড়তে পারে, এমন আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন তারা।
স্থানীয়রা জানান, ক্ষতির বিষয়টি ভবন নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান নুরানী কন্সট্রাকশন লিমিটেডসহ সংশ্লিষ্টদের জানানো হলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি।
গণপূর্ত অধিদপ্তর কর্মকতা জানালেন, স্থাপনার পাইলিংয়ের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তবে পাশ্ববর্তী ভবনগুলোর ক্ষতির বিষয়েও বিশেষজ্ঞ টিম এসে তদন্ত করে দেখবে।
নির্মাণকাজের আশপাশে অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেয়ার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি