ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টাঙ্গাইলে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ৬ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় সন্ত্রাসী হামলায় চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এবং এ ঘটনার জেরে গণপিটুনিতে এক হামলাকারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ধুবুরিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধুবুরিয়া গ্রামের মুকুল মিয়ার ছেলে আসাদুল (২৮), তার চাচা ছাত্তার মিয়া (৫৫) এবং গণপিটুনিতে নিহত সন্ত্রাসী আবু তালেব মিয়া (২০)। জানা গেছে, পূর্ব শত্রুতা ও মাদক ব্যবসার জেরে একদল সন্ত্রাসী আসাদুলের ওপর হামলা চালায় এবং তাকে কুপিয়ে হত্যা করে। এ সময় তার চাচা ছাত্তার মিয়া ঘটনাস্থলে পৌঁছালে তাকেও সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনার পর স্থানীয় জনগণ হামলাকারী আবু তালেবকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়, যেখানে সে ঘটনাস্থলেই মারা যায়।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসীম উদ্দিন জানিয়েছেন, নিহতদের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং তালেবের লাশ ঘটনাস্থলে রয়েছে। টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম শানতু বিষয়টি নিশ্চিত করেছেন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি