ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট

প্রকাশিত : ১৩:৪৬, ৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৪৬, ৯ সেপ্টেম্বর ২০১৬

মহাসড়কে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখি মানুষ। টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলছে থেমে থেমে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেরও বিভিন্ন অংশে তীব্র যানজট। এদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হলেও আটকে আছে হাজারো যানবাহন। এছাড়া, মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে লঞ্চ-স্পিডবোটে যাত্রীদের উপচেপড়া ভীড়। ঈদের ছুটি শুরু আজ থেকে। স্বজনদের কাছে ফেরার যাত্রায় ঘরমুখি মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত সকাল থেকে আটকে আছে হাজার হাজার যানবাহন। মদনপুর থেকে সোনারগাঁও অংশেও একই অবস্থায়। ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিয়েকৈর ও সুত্রাপুর এলাকায় কয়েকটি গাড়ী বিকলের পর সৃষ্টি হয়েছে যানজট। থেমে থেমে চলছে যানবাহন। টাঙ্গাইলের বিভিন্ন অংশে যাত্রীবাহি বাস চলছে ধীর গতিতে। এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গাজীপুরের তেঁতুইবাড়িতে আন্ডারপাস উদ্বোধন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, কোন যানবাহন উল্টোপথে চললে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে স্বাভাবিক ফেরি চললেও এখনও কয়েক মাইল দীর্ঘ যানবাহনের সারি। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে দুরপাল্লার বাস দীর্ঘ সময় আটকে থাকায়, ছোট লঞ্চ আর স্পিডবোটে পদ্মা নদী পার হচ্ছেন অনেক যাত্রী। ঘরে ফেরার পথে দীর্ঘ যানজটে পড়লেও শেষ পর্যন্ত স্বজনদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতে চান এসব মানুষ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি