ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

টানা চতুর্থ ম্যাচে জয়বঞ্চিত রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২, ৭ অক্টোবর ২০১৮

প্রতি মৌসুমেই গোলের নতুন নতুন রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদ। কিন্তু চলতি মৌসুমে নিজেদের শেষ ৪ ম্যাচে একটি গোলও করতে পারেনি হুলেন লোপেতেগুইয়ের শিষ্যরা। সবমিলিয়ে রিয়াল শিবিরে চলছে ব্যর্থতার রাজত্ব।

শনিবার রাতে বেল-বেনজেমা-মদরিচদের নিয়ে আলাভেসের মাঠে গোল করতে পারেনি রিয়াল মাদ্রিদ। বরং আলাভেসের কাছে ১-০ গোলে হেরে গেছে তারা।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে রিয়াল মাদ্রিদ গোল খেয়েছে ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে। ম্যাচের ৯৫তম মিনিটে আলাভেসের পক্ষে জয়সূচক গোলটি করেন মানু গার্সিয়া।

এর আগে নিজেদের সবশেষ তিন ম্যাচে লা লিগায় সেভিয়ার বিপক্ষে ৩-০ তে হার, নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে গোল শূন্য ড্র এবং চ্যাম্পিয়ন লিগের ম্যাচে সিএসকেএ মস্কোর কাছে ১-০ গোলে হেরেছিল মাদ্রিদ।

৮ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ের সঙ্গে ২ পরাজয়ের ফলে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে আলাভেস। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা গোল ব্যবধানে এগিয়ে রয়েছে শীর্ষে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি