ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০১, ৩০ অক্টোবর ২০২৪

সাফ নারী চ্যাম্পিয়নশিপে আরো একবার বাংলাদেশের শ্রেষ্ঠত্ব। ফলে এবারো হতাশাকে সঙ্গী করলো নেপাল। ফাইনালে স্বাগতিকদের ২–১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা। এর আগে, ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর ষষ্ঠ নারী সাফের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলার বাঘিনীরা। 

বুধবার (৩০ অক্টোবর) কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালি গোলরক্ষকের ভুলে দ্বিতীয় মিনিটেই তহুরার সামনে সুযোগ এসেছিল। তবে সাইড পোস্টে লেগে ফেরত আসে তহুরার শট। এতে অল্পের জন্য গোলবঞ্চিত হয় বাঘিনীরা।

ম্যাচের দশম মিনিটে পাল্টা আক্রমণে সুযোগ পেয়েছিল নেপাল। তবে আমিশার ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের বুলেট গতির শট পোস্টে লাগলে বেঁচে যায় বাংলাদেশ।

২৪তম মিনিটে মাসুরার দূর থেকে নেওয়া শট নেপালের গোলরক্ষক আনজিলাকে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি। পাল্টা আক্রমণে রূপনার ভুলের পরও বেঁচে যায় বাংলাদেশ। সাবিত্রা শট নেওয়ার আগেই সেটি ক্লিয়ার করেন লাল-সবুজের ডিফেন্ডার।

এর ২ মিনিট পর নেপালের আমিশা আরেকটি দারুণ সুযোগ পেয়েছিলেন। কিন্তু ঠিকঠাক বল নিয়ন্ত্রণে নিতে পারেননি এই ফরোয়ার্ড। রক্ষণে দৃঢ়তা এ যাত্রায়ও রক্ষা পায় বাংলাদেশ।

ম্যাচের ৩৩তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সের ঠিক বাইরে ফ্রি–কিক পায় বাংলাদেশ। তবে বারের অনেক ওপর দিয়ে চলে যায় মারিয়ার নেওয়া শট।

৩৫তম মিনিটে নেপালের ভুলে ফের সুযোগ পেয়েছিলেন মনিকা। এবারো পোস্টের ওপর দিয়ে চলে যায় বল।

ম্যাচের ৪১তম মিনিটে কর্নার পেয়েছিল বাংলাদেশ। সাবিনার নেওয়া শটে সুযোগ আসলেও সেটি কাজে লাগাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত কোন গোল না হওয়ায় গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫১তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। দারুণ এক আক্রমণে নেপালের রক্ষণভেদ করেন মনিকা চাকমা। তবে ৩ মিনিটের মধ্যেই সমতায় ফেরে স্বাগতিকরা। বাংলাদেশের রক্ষণের ভুলে গোল করে দলকে সমতায় ফেরান আমিশা।

ম্যাচের ৬৭তম মিনিটে বক্সের বাইরে থেকে অসাধারণ এক শট নেন মারিয়া। তবে দুর্দান্ত ক্ষিপ্রতায় তার সেই শট ঠেকিয়ে দেন নেপালের গোলরক্ষক আঞ্জিলা। সেখান থেকে পাওয়া কর্নারও কাজে লাগাতে পারেনি বাংলার মেয়েরা। অন্যদিকে ৭১তম মিনিটে প্রতি–আক্রমণে কাছাকাছি গিয়েও গোল পায়নি স্বাগতিকরা।

ম্যাচের ৮১তম মিনিটে আবারো গোলের দেখা পায় লাল-সবুজেরা। বাঁ-প্রান্ত থেকে দারুণ এক শটে নেপালি গোলরক্ষককে পরাস্ত করে লক্ষ্যভেদ করেন ঋতুপর্না চাকমা। এই গোলেই শিরোপা ধরে রাখার স্বপ্ন আবারো বুনে বাংলাদেশ। এরপর আর কোনো বিপদ হতে দেয়নি বাংলার মেয়েরা। আর শেষ বাঁশি বাজতেই গ্যালারিকে স্তব্ধ করে উল্লাসে ফেটে পড়েন সাবিনা-সাগরিকারা। আবারো সেই নেপালকে হতাশায় ভাসিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব বজায় রাখলো বাংলাদেশ।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি