ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

টানা পাঁচবারের মতো সর্বোচ্চ করদাতার পুরস্কার পেল গ্রামীণফোন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৭, ১৩ ফেব্রুয়ারি ২০২১

টেলিযোগাযোগ খাতের সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে ট্যাক্স কার্ড ও সম্মাননা পেয়েছে গ্রামীণফোন। ২০১৯-২০২০ অর্থবছরের করসংক্রান্ত মূল্যায়নের ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গ্রামীণফোনকে এ সম্মাননা প্রদান করে। গত ১১ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর প্রধান কার্যালয়ে  ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২০ অনুষ্ঠিত হয়। 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এর কাছ থেকে ট্যাক্স কার্ড, সার্টিফিকেট এবং ক্রেস্ট গ্রহণ করেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এবং সিএফও ইয়েন্স বেকার। ২০১৫-২০১৬, ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮ এবং ২০১৮-২০১৯ অর্থবছরে টেলিকমিউনিকেশন ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায় গ্রামীণফোন। 

এ নিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ‘সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে এনবিআরের এই স্বীকৃতিতে আমরা সম্মানিত ও বিনীত বোধ করছি। গত বছরের অপ্রত্যাশিত প্রতিক‚ল সময়ে কানেক্টিভিটি সল্যুশনের মাধ্যমে দেশের জনগণের পাশে থাকতে আমাদের কার্যক্রমের বিভিন্ন ক্ষেত্রে পুরোপুরিভাবে সময়োচিত সহায়তা প্রদান করেছে এনবিআর। 

এ ধরনের উৎসাহ প্রদানের জন্য এনবিআরকে ধন্যবাদ। এই স্বীকৃতি আমাদেরকে উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ও ডিজিটালাইজেশনে ইতিবাচক অবদান রাখতে অনুপ্রাণিত করবে। ২০৪১ সালের মধ্যে উন্নত-আয়ের দেশে পরিণত হওয়ার জন্য বাংলাদেশ সরকারের যে পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়নে আমরা সবাই একসঙ্গে কাজ করবো।’ 

যাত্রা শুরুর পর থেকে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত গ্রামীণফোন সরকারের কোষাগারে ৮৫ হাজার ৩৭৩ কোটি টাকা (৮৫৩.৭৩ বিলিয়ন) জমা দিয়েছে। এর মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ কর হিসেবে এনবিআরকে দিয়েছে ৫৮ হাজার ৯৪৮ কোটি টাকা (৫৮৯.৪৮ বিলিয়ন), যে কোন ধরনের আয়ের ওপর কর দিয়েছে ৮ হাজার ৮৯৮ কোটি টাকা (৮৮.৯৮ বিলিয়ন) এবং বিটিআরসিকে দিয়েছে ১৭ হাজার ৫২৭ কোটি টাকা ( ১৭৫.২৭ বিলিয়ন)। 

২০১৯-২০২০ অর্থবছরে মোট ১৪১ ট্যাক্স কার্ড দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে ৭৬ জন, ৫৩ কোম্পানি এবং অন্যান্য ক্যাটাগরিতে ১২ জন ট্যাক্স কার্ড ও সম্মাননা পেয়েছেন ।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি