টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত
প্রকাশিত : ০৯:৪৮, ২১ জুলাই ২০১৬ | আপডেট: ০৯:৪৮, ২১ জুলাই ২০১৬
গেল কয়েক দিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দোয়ারাবাজার ও বিশ্বম্ভরপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী আছে রংপুর ও নীলফামারীর কয়েক হাজার মানুষ। লালমনিরহাটে বন্যার পানি কমতে শুরু করলেও দেখা দিয়েছে বিশুদ্ধ পানি আর খাবারের সংকট।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীর বেড়িবাঁধ ভেঙে অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি বন্দী হয়ে আছে প্রায় ৫০ হাজার মানুষ।
পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়ায় সুরমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে বীজতলা আর বর্ষাকালীন সবজি।
এছাড়াও নতুন করে পাহাড়ি ঢলে সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উজানের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় মহ্ববতপুর-লিয়াকতগঞ্জ বাজার, টিলাগাঁও-গিরিশনগর এলাকার রাস্তা ও বেরিবাঁধ হুমকির মুখে পড়েছে।
এদিকে লালমনিরহাটে বন্যার পানি কমতে শুরু করলেও দেখা দিয়েছে বিশুদ্ধ পানি আর খাবারের সংকট। পানিবাহিত রোগের প্রকোপ ঠেকাতে মাঠ পর্যায়ে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। বন্যা কবলিত এলাকায় দূর্গতদের সরকারীভাবে ত্রাণ সামগ্রী বিতরন চলছে।
তবে ত্রান সামগ্রী প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানায় বন্যা দূর্গতরা।
আরও পড়ুন