ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টানা ৬ দিন পর ঢাকা-বরিশাল লঞ্চ চলাচল শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২, ২৭ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

ছয়দিন পর অবশেষে বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) রাত পৌনে ৯ টার দিকে ‘এম ভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চটি বিপুলসংখ্যক যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। 

বরিশাল নদী বন্দর কর্তৃৃপক্ষ জানিয়েছে কারফিউয়ের কারণে যাত্রী না থাকায় ২০ জুলাই সকাল থেকে বরিশাল থেকে ঢাকার লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়।  এরপর কারফিউ কিছুটা শিথিল হলে শুক্রবার রাত থেকে চলাচল শুরু হয়। 

এদিকে ঝালকাঠি থেকে এমভি সুন্দরবন-১২ নামের আরও একটি লঞ্চ রাতে বরিশাল নদীবন্দর থেকে যাত্রী নিয়ে চাঁদুপর হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। 

প্রথম দিনে একটি লঞ্চ থাকায় যাত্রীর চাপ কিছুটা বেশি দেখা গেছে। তবে দুটি লঞ্চই নিরাপদে যথাসময়ে ঢাকায় পৌঁছেছে। 

লঞ্চ চালু হওয়ায় খুশি যাত্রীরা। তারা জানান, সড়ক পথের চেয়ে নিরাপদে লঞ্চে যাওয়াটা আরামদায়ক। সেইসঙ্গে বাসের থেকে লঞ্চের ডেকের ভাড়াও কম।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি