ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

টারজানখ্যাত অভিনেতা ‘রন এলি’ মারা গেছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ২৪ অক্টোবর ২০২৪

জনপ্রিয় টিভি সিরিয়াল ‘টারজান: দ্য লর্ড অব দ্য জঙ্গল’র নাম ভূমিকায় অভিনয়কারী রন এলি ৮৬ বছর বয়সে মারা গেছেন।
 
তিনি ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় তার মেয়ের বাড়িতে ২৯ সেপ্টেম্বর মারা যান। তার পরিবারের উদ্ধৃতি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস থেকে বুধবার এএফপি এ খবর জানায়।

১৯৬০-এর দশকের টেলিভিশন শো ‘টারজান’-এ আমেরিকান অভিনেতার টাইটেল রোলটিতে জঙ্গলের নায়করূপ দেখানো হয়। পরবর্তী আপডেটে তাকে আধুনিক বিশ্বে শিক্ষিত রূপে যে জঙ্গলে তিনি বড় হয়েছিলেন সেই জঙ্গলে ফিরে আসা চরিত্রে রূপদান করা হয়। 

তবে, আধুনিক শহুরে টারজান চিত্রায়নে সুঠাম পেশীধারী, শিম্পাঞ্জির সঙ্গি কটি পরিহিত এলি বিপুল মানুষের হৃদয়ে গেঁথে রয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় তার মেয়ে ক্রিস্টেন এলি বলেন, ‘বিশ্ব একজন অবিস্মরণীয় অন্যতম সেরা মানুষকে হারিয়েছে।’ 

ক্রিস্টেন এলি তার ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, ‘আমার বাবা এমন একজন মানুষ ছিলেন যাকে লোকে হিরো বলে ডাকত। তাঁর মধ্যে সত্যিই যাদুকরি কিছু গুণাবলী ছিল। বিশ্ব তাকে সেভাবেই জানতো।’

‘টারজান’র দুটি মৌসুম শেষ হওয়ার পর এলি ১৯৯০-এর দশকে টিভিতে অভিনয় চালিয়ে যান। ২০১৪ সালে ‘এক্সপেক্টিং অ্যামিশ’ ছবিতে অভিনয় করেন। দুটি ডিটেকটিভ উপন্যাসেরও লেখক তিনি। 

তবে টারজানে অভিনয় তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি