টার্গেট ৩৫৪, আশঙ্কার শুরু বাংলাদেশের
প্রকাশিত : ১৮:৫৮, ১৮ অক্টোবর ২০১৭
দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৫৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ দল। শুরুতে স্বস্তির ব্যাটিং লক্ষ করা গেছে।
রাগিসো রাবাদা শুরু করেছিলেন প্রথম ওভারে মেডেন নিয়ে। তবে এরপর থেকে ভালোই ব্যাট করছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। বিধ্বংসী শুরু না হলেও প্রায় বল প্রতি রান তুলছেন দুজন।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৭.৪ ওভারে ৪৪/১ (দক্ষিণ আফ্রিকা ৩৫৩/৬)
এদিকে, ডি ভিলিয়ার্স আউট হওয়ার পর আর কোনো বাউন্ডারি মারতে পারেনি দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারে পড়ে দুই উইকেট। শেষ পর্যন্ত থেমেছে তারা ৫০ ওভারে ৩৫৩ রানে।
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এটি দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। ২০০৮ সালে বেনোনিতে ৩৫৮ এখনও সর্বোচ্চ।
বাংলাদেশের বিপক্ষে এই নিয়ে সপ্তমবার সাড়ে তিনশর বেশি রান করল কোনো দল।
বাংলাদেশের বোলারদের মধ্যে রুবেল ৪ উইকেট নিয়েছেন ৬২ রানে। ৬০ রানে দুটি সাকিব।
৯ ওভারে ৭১ রান দিয়েছেন তাসকিন আহমেদ। ১০ ওভারে ৮২ রান দিয়ে উইকেটশূন্য মাশরাফি। ওয়ানডেতে এত বেশি রান আগে দেননি কখনোই। ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ ওভারে ৮০ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৫৩/৬ (আমলা ৮৫, ডি কক ৪৬, দু প্লেসি ০, ডি ভিলিয়ার্স ১৭৬, দুমিনি ৩০, বেহারদিন ৭*, প্রিটোরিয়াস ০, ফেলুকওয়ায়ো ০*; মাশরাফি ০/৮২, তাসকিন ০/৭১, সাকিব ২/৬০, নাসির ০/৪৯, রুবেল ৪/৬২, সাব্বির ০/১১, মাহমুদউল্লাহ ০/১৬)।
ডব্লিউএন