ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

টিএসসির সামনে দোকান খোলার অনুমতি দিল প্রশাসন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৭, ২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:০১, ৪ জানুয়ারি ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে সব চায়ের দোকান বন্ধ ঘোষণার ছয় ঘণ্টা পর তা খোলে দেওয়ার মৌখিক অনুমতি দিয়েছে প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে টিএসসি চত্বরে চায়ের দোকানগুলো বন্ধ রাখা হয়।

এর আগে গতকাল সোমবার রাতে প্রক্টোরিয়াল দলের সদস্যরা এসে মঙ্গলবার থেকে চায়ের দোকান খোলার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেন। আজ সকালে দোকান খোলতে এলে দোকানিদের বাধা দেয় প্রশাসন। বলা হয়, এখানে আর দোকান করা যাবে না।

এ বিষয়ে জানতে চাইলে টিএসসির পরিচালক এ এম মহিউজ্জামান গণমাধ্যমকে বলেন, এ ধরনের কোনো নির্দেশনার ব্যাপারে তিনি জানেন না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী গণমাধ্যমকে বলেন, শুধু টিএসসি চত্বরের চায়ের দোকানের বিষয়ে আলাদা কোনো নির্দেশনা নেই। ভাসমান দোকানগুলোতে নিম্নমানের চা ও খাবার পরিবেশন করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।এগুলো নিরাপত্তা ও জনস্বার্থবিরোধী।

 

কেআই/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি