ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

টিকার ট্রায়ালে প্রথম শট নিতে চান বাংলাদেশের চীনা রাষ্ট্রদূত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৭, ২২ জুলাই ২০২০

বাংলাদেশের সরকার ইতিমধ্যে চীনা ভ্যাকসিনের ট্রায়ালের অনুমোদন দিয়েছে। ট্রায়াল শুরুর চূড়ান্ত আনুষ্ঠানিকতা শেষ হলে টিকার প্রথম ডোজ নিতে চান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। এই তথ্য নিশ্চিত করেছেন চাইনিজ দূতাবাসের ডেপুটি হেড অব দ্য মিশন ইয়ান হুয়ালং।

মঙ্গলবার চীনা দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ইয়ান হুয়ালং বলেন, ‘বাংলাদেশ কর্তৃপক্ষ সব কিছুর অনুমোদন দিলে চীনা রাষ্ট্রদূত হবেন টিকা গ্রহণকারী প্রথম ব্যক্তি।’

ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ব্যাচে স্থানীয় চীনা কমিউনিটির বহু প্রকৌশলী ও টেকনিশিয়ান স্বেচ্ছায় টিকা গ্রহণ করবেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার যেহেতু প্রথম হওয়ার সুযোগ নেই, তাই আমি দ্বিতীয় হলে খুশি হবো।’

গত রোববার (১৯ জুলাই) বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) চীনের তৈরি সাইনোভাক বায়োটেকের টিকার শেষ পর্যায়ের ট্রায়াল চালানোর অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী আগস্টে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এই ভ্যাকসিনের পরীক্ষা শুরু করতে চায়।

আইসিডিডিআরবি সূত্রে জানা যায়, শুরুর পর সর্বনিম্ন ছয় সপ্তাহ ও সর্বোচ্চ তিন মাস সময় লাগতে পারে পরীক্ষা শেষ হতে।

বিএমআরসি কর্মকর্তারা জানিয়েছেন, ২ হাজার ১শ’ ভলেন্টিয়ারের দেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এছাড়া আরও ২ হাজার ১শ’ জন টিকা গ্রহণ ছাড়াই এই পুরো প্রক্রিয়ায় জড়িত থাকবেন। ভ্যাকসিনটি ঠিকমত কাজ করছে কিনা তা নিরূপণে এরা অংশ নিবেন।

এই পরীক্ষায় সফল হলে ভ্যাকসিন উৎপাদন শুরু হবে সাইনোভাক। তারা জানিয়েছে, ট্রায়ালের অংশীদার দেশ হিসেবে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রাধিকার থাকবে সবচেয়ে বেশি।
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি