ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টিকা প্রয়োগেও বেপরোয়া করোনা, মৃত্যু আরও ১১ হাজার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ৪ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

করোনা সর্বোচ্চ আঘাত হানা অধিকাংশ দেশে চলছে টিকা প্রয়োগ। তারপরও বেপরোয়া ভাইরাসটি। গত একদিনেও আক্রান্ত হয়েছেন বিশ্বের প্রায় চার লাখ মানুষ। একই সময়ে প্রাণ ঝরেছে প্রায় ১১ হাজার ভুক্তভোগীর। এদিনও শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে স্বস্তি দিচ্ছে সুস্থতার হারও। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৪০ হাজার ৯৬৫ জন মানুষের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ৩৯২ জনে দাঁড়িয়েছে। নতুন করে ১০ হাজার ৮৩৮ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ লাখ ৭০ হাজার ৭৭১ জনে ঠেকেছে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৯ কোটি ১৪ লাখ ৫৯ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৩ লাখ ৪৬ হাজার রোগী। 

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৪ লাখ ৫৬ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৩১ হাজার ৬৫২ জন মার্কিনির। 

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা এক কোটি ১১ লাখ ৫৭ হাজার। মৃত্যু হয়েছে এক লাখ ৫৭ হাজার ৪৭১ জনের। 

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ১ কোটি ৭ লাখ ২২ হাজার। মৃত্যু হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৪০২ জনের। 

রাশিয়ায় এখন পর্যন্ত ৪২ লাখ ৭৯ হাজার মানুষের শরীরে হানা দিয়েছে করোনা। মৃতের সংখ্যা বেড়ে ৮৭ হাজার ৩৪৮ জনে ঠেকেছে। 

দ্বিতীয় তরঙ্গে মহামারির গতি বাড়ছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ৪১ লাখ ৯৫ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ১ লাখ ২৩ হাজার ৭৮৩ জনের।

ছয়ে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ৩৮ লাখ ১০ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৮৭ হাজার ৫৪২ জনের।

স্পেনে করোনার শিকার ৩১ লাখ ৩৬ হাজার মানুষ। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৭০ হাজার ২৪৭ জনে ঠেকেছে। 

ইতালিতে এখন পর্যন্ত ২৯ লাখ ৭৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৯৮ হাজার ৬৩৫ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ২৭ লাখ ৩৫ হাজার মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭৭১ জনের।

এছাড়া মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, চিলি, জার্মানি, ইউক্রেইন, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে হু হু করে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে ঝরছে বহু মানুষের প্রাণ। 

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৯৩০ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ৯৯ হাজার ৬২৭ জন রোগী সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৮ হাজার ৪২৮ জনের।
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি