টিকিটের জন্য মীরপুরে ক্রিকেট ভক্তদের উপচেপড়া ভীড়
প্রকাশিত : ১৮:৩৫, ৭ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৩৫, ৭ অক্টোবর ২০১৬
দেশের মাটিতে ইংল্যান্ডের সাথে টাইগারদের ম্যাচ দেখতে টিকিটের জন্য মীরপুরে ক্রিকেট ভক্তদের উপচেপড়া ভীড়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই অনেকে আসেন টিকিটের জন্য। মধ্যরাতে ইনডোর স্টেডিয়াম থেকে মিরপুর ১১ নম্বর রাস্তা পর্যন্ত দেখা যায় ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ লাইন। টিকিট পাওয়া নিয়ে অনিশ্চিয়তা থাকলেও, সবার প্রত্যাশা শেষ পর্যন্ত মিলবে কাংখিত টিকিট।
সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। আর তাই আত্মবিশ্বাস বেড়েছে ক্রিকেটপ্রেমীদেরও।
মাঠে বসে খেলা দেখতেই ক্রিকেট ভক্তদের এই রাত জাগা। এদের কেউবা এসেছেন বৃহস্পতিবার থেকে। সন্ধ্যার পর থেকে দীর্ঘ হতে থাকে লাইন।
টিকেটের অপেক্ষায় থাকা মানুষগুলো কখনো শুয়ে কখনো বসে, কখনো আড্ডায় কখনো গল্পে সময় কাটিয়েছেন। আবার কেউ কেউ সময় কাটিয়েছেন মোবাইল ফোনে গেমস কিংবা তাস-লুডু খেলে।
সবার মনেই প্রবল বিশ্বাস টাইগারদের তোপের মুখে উড়ে যাবে ক্রিকেটের জন্ম দেয়া ইংলিশরা। মাশরাফি, তাসকিন সাকিবদের নিয়ে তাই তাদের প্রত্যাশাটাও অনেক বড়।
তবে শেষ অব্দি টিকেট পাওয়া এবং লাইনের দাঁড়ানো নিয়ে ছিলো অনেকের অভিযোগ।
এদিকে অনলাইনে যারা টিকেট কেটেছেন তারা কেউই টিকেট হাতে পাননি বলে লাইনে দাড়িছেনে বলে জানান অনেকে।
পুরুষদের পাশাপাশি নারী ক্রিকেট ভক্তদেরও দেখা গেছে টিকেটের অপেক্ষায়।
আরও পড়ুন