টিকে থাকার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
প্রকাশিত : ১৬:৫০, ৫ সেপ্টেম্বর ২০২৩
এশিয়া কাপে ‘বি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ জেতায় এই ম্যাচ জিতলেই সুপার ফোর নিশ্চিত করবে লঙ্কানরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। তাই ডু অর ডাই এই ম্যাচে আগে ফিল্ডিংয়ে আফগানিস্তান।
অন্যদিকে আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই আফগানদেরও। সুপার ফোর নিশ্চিতে আফগানদের করতে হবে অতিমানবীয় কিছু। টিকে থাকতে ৩৫ ওভারের ভেতর এই ম্যাচ জিততে হবে হাশমতউল্লাহ শহিদিদের।
মহাগুরত্বপূর্ণ এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে দল দুটি।
আফগানিস্তান একাদশ : রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শহিদি, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুক।
শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, দুনিথ ওয়েললাগে, মহেশ থেকস, কাসুন রাজিথা,মাথিশা পাথিরানা।
এমএম//