টিভিতে মুখ দেখানো নিয়ে খালেদার আইজীবীদের হাতাহাতি
প্রকাশিত : ১৬:৫০, ১৯ অক্টোবর ২০১৭
দুর্নীতির দুই মামলায় ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের পর টিভি ক্যামেরায় মুখ দেখানো নিয়ে বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে হাইকোর্ট ও নিম্ন আদালতের আইনজীবীদের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ আহত না হলেও হাতাহাতি ও টানাটানিতে অনেক আইনজীবীর পোশাক ছিড়ে যায়।
ঢাকা জজ কোর্টের এসি (প্রসিকিউশন) আমিনুর রহমান গণমাধ্যমকে বলেন, বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি হয়েছে। পরে পুলিশ গিয়ে তাদের শান্ত করে।
আর/ডব্লিউএন
আরও পড়ুন