টিভি দেখার সময়ই ইমেইল চেক করেন বেশিরভাগ মানুষ
প্রকাশিত : ১৫:২৬, ৩০ আগস্ট ২০১৮
টেলিভিশন দেখার সময় প্রায় ৬০ শতাংশ মানুষ তাদের ই-মেইলের ইনবক্স চেক করেন৷ এমনই তথ্য জানাচ্ছে গবেষণা৷ আট থেকে আশি সবাই এখন স্যোশাল মিডিয়ার সঙ্গে যুক্ত৷ মধ্যবয়সী ইউজাররা (২৫-৩৪ বছর) দিনের বেশীরভাগ সময় কাটায় ই-মেইল ইনবক্সে৷ যার সর্বাধিক পরিমাণ হতে পারে প্রায় দিনে ৬ ঘণ্টারও বেশি৷ অন্যদিকে, নেহাতই কমবয়সী ইউজাররা (১৮-২৪ বছর) ই-মেইলে সময় কাটান প্রায় ৫ ঘণ্টার বেশি৷ যাদের মধ্যে বেশীরভাগই যারা ছুটির দিনে কাজ করে থাকে৷
গবেষণায় উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য৷ যেমন, ৪০ শতাংশ মানুষ বাথরুম ব্যবহার করার সময় নিজেদের ই-মেইল চেক করে থাকেন৷ এছাড়া, ৩৫ শতাংশ মানুষ কথা বলতে বলতে, ১৬ শতাংশ মানুষ ওয়ার্কিং আউটের সময় ও ১৪ শতাংশ মানুষ ড্রাইভ করার সময় ই-মেইল চেক করেন৷ এক মার্কিনি সংস্থার কর্মীদের উপর গবেষণা সামনে এনেছে আরও একটি বিষয়৷ যেখানে দেখা গেছে, ব্যাক্তিগত ই-মেইল চেকের সময় এবং পরিমাণ প্রত্যেক বছরে বেড়েছে প্রায় ১৭ শতাংশ৷
সার্ভে জানাচ্ছে, ই-মেইল হল সর্বাধিক ব্যবহৃত একটি মাধ্যম৷ অন্যদিকে, ৩৭ শতাংশ ইউজার মনে করেন ই-মেইল তথ্যযুক্ত হওয়া প্রয়োজন৷ আবার, ২৭ শতাংশ মানুষ মনে করছেন গ্রহীতার আগ্রহ অনুসারে ই-মেইল ব্যক্তিগত হওয়া উচিত৷
সূত্র: কলকাতা ২৪x৭
একে//
আরও পড়ুন