ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

টিসিএ`র সভাপতি তানভীরকে একুশে পরিবারের ফুলেল শুভেচ্ছা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ২০:২৮, ১২ ফেব্রুয়ারি ২০২৪

টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন টিসিএ'র কার্যকরী কমিটির সদ্য নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন তানভীরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে একুশে টেলিভিশন পরিবার। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে একুশে টেলিভিশনের অফিসে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

এসময় উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও দেশবরেণ্য নাট্যব্যক্তিত্ব বীরমুক্তিযোদ্ধা পীযূষ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'টিসিএ'র নির্বাচনে বড় ব্যবধানে তানভীরের এই বিজয় আমাদের ভীষণ আনন্দিত হয়েছি। এর মাধ্যমে একুশে টেলিভিশনের যে একটা ঐতিহ্য রয়েছে সেটির প্রতিফলন ঘটলো।'  

এসময় উপস্থিত ছিলেন, একুশে টেলিভিশনের হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন মেজর (অবঃ) নাসিম হোসেন, সিএনই অখিল পোদ্দার, হেড অব ব্রডকাস্ট সুজন দেবনাথ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন মোহাম্মাদ আল আমিন, এছাড়া ক্যামেরাম্যানসহ বিভিন্ন বিভাগে কর্মরত কলাকুশলীবৃন্দ। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে তাকে অভিনন্দন জানায় সহকর্মীরা। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন মেজর (অব.) নাসিম হোসেন।

উল্লেখ্য, ৩১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন একুশে টেলিভিশনের মো. ফারুক হোসেন তানভীর। নির্বাচনে ৬৪১ জন ভোটারের মধ্যে ভোট কাস্ট হয়েছে ৫৯৭ জনের। ১৯টি পদে প্রার্থীদের লড়াইয়ে মাঠে ছিলেন ৩০ জন প্রার্থী ছিলেন। টেলিভিশনে কর্মরত চিত্র সাংবাদিকদের একমাত্র পেশাজীবী সংগঠন টিসিএর সদস্যদের ভোট গ্রহণ চলে শুক্রবার সারাদিন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি