টিসিবির ট্রাকে পর্যাপ্ত পন্য না থাকায় সাধারণ ক্রেতারা ক্ষুদ্ধ
প্রকাশিত : ১৫:৩৫, ১৩ জুন ২০১৬ | আপডেট: ১৫:৩৫, ১৩ জুন ২০১৬
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবির ট্রাকে পর্যাপ্ত পন্য না থাকায় সাধারণ ক্রেতারা ক্ষুদ্ধ। ডিলারদের দাবি চাহিদার তুলনায় সরবরাহ কম। তবে সরকারের ভোগ্যপন্য বিপননকারী প্রতিষ্ঠানটির কর্মকর্তা বলছেন, যথেষ্ট পন্য সরবরাহ করেছেন তারা।
দাম স্বাভাবিক রাখতে পন্য বিক্রি শুরু করে টিসিবি। এবার রমজানে ৪৮ টাকা কেজি দরে চিনি, ৯০ টাকায় মসুর ডাল, ৭০ টাকায় ছোলা, ৯০ টাকায় খেজুর, ৮০ টাকা লিটারে সয়বিন তেল বিক্রি করছে সরকারী এ সংস্থা। দেশজুড়ে তিন হাজারেরও বেশি ডিলারের পাশাপাশি ১৭৪ টি ট্রাকে বিক্রি হচ্ছে তাদের পন্য। তবে রাজধানির অনেক যায়গাই চাহিদা অনুযায়ী নেই পন্য।
এমন পরিস্থিতির জন্য টিসিবিকেই দায়ী করছেন বিক্রেতারা। তবে টিসিবি-র দাবি, পর্যাপ্ত পন্য সরবরাহ করা হচ্ছে। তবে তার ঠিক মতো ক্রেতাদের কাছে পৌছছে কি না, তা দেখভালের দায়িত্ব তাদের নয়।
বাজার নিয়ন্ত্রণে টিসিবি-র কার্যক্রম সম্প্রসারণ করে যাচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।
আরও পড়ুন