ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

‘টিসিবির পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৮, ৩১ মার্চ ২০২২

এক কোটি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

তিনি বলেছেন, ‘‘টিসিবির পণ্য বিক্রিতে আমরা শতকরা ৯৯ ভাগ সফল হয়েছি। এক শতাংশ যদি অনিয়ম হয়ে থাকে তাহলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো।’’

বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় রংপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং সমাবেশে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘‘সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৬৮ টাকার বেশি কোথাও বিক্রি হচ্ছে না। ট্যারিফসহ অন্যান্য ট্যাক্স কমানোর ফলে ১৬১ টাকা দরে লিটার বিক্রি হচ্ছে। তবে কোথাও কোথাও ১৬৫ টাকা দামে বিক্রি হলেও ১৬৮ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে না।’’

টিপু মুনশি বলেন, ‘‘আমি প্রতি ঘণ্টায় ঘণ্টায় মনিটরিং করছি। তেলের দাম এর থেকে আর বেশি দরে বিক্রি হওয়ার কোনও সুযোগ নেই। অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।’’

মন্ত্রী আরও বলেন, ‘‘আমরা এক কোটি মানুষকে দুইবার টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে দেবো। সে জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’

দেশবাসীকে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, ‘‘হুড়োহুড়ি করার কোনও প্রয়োজন নেই। পুরো মাসের পণ্য কিনে রাখার দরকার নেই। একেবারে কিনতে চাইলে চাহিদা বাড়তে পারে। চিন্তা নেই, এসব পণ্যের মূল্য আর বাড়বে না।’’

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি