ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

টি-টেন প্লেয়ার্স ড্রাফটে আফিফের নাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৩, ২২ সেপ্টেম্বর ২০২২

আফিফ হোসাইন ধ্রুব

আফিফ হোসাইন ধ্রুব

সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে টি-টেন লিগের আসন্ন আসরের প্লেয়ার ড্রাফটে নাম উঠেছে বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটার আফিফ হোসাইনের। টুর্নামেন্ট কর্তৃপক্ষ বিষয়টি  নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আফিফসহ আরও কিছু ক্রিকেটারের ছবি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে টি-টেন লিগ কর্তৃপক্ষ।

এই ড্রাফট থেকে দল পেলে, দ্বিতীয়বারের মতো টি-টেন লিগে খেলবেন আফিফ। এর আগে ২০২১ সালে বাংলা টাইগার্সের হয়ে খেলেছেন আফিফ। ঐ আসরে ৫ ম্যাচের ৪ ইনিংসে ৪২ রান করেন তিনি।

এদিকে, আফিফ ছাড়াও বাংলাদেশ থেকে টি-টেন লিগের ড্রাফটে নাম উঠেছে তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানের। আর বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে টি-টেন লিগে খেলা নিশ্চিত হয়েছে টাইগার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের।

আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টি-টেন লিগের ষষ্ঠ আসরটি। তার আগে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি