ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়রা হারের বৃত্তেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৫, ১৫ নভেম্বর ২০১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা হারের বৃত্ত থেকে বের হতে পারছে না। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২৫ রানে হেরেছে সালমারা।

এনিয়ে টানা তিন ম্যাচের একটিও জয় পায়নি সালমা-জাহানারারা। সেন্ট লুসিয়ায় টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৯৭ রান তোলে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৩১ রান করেন লঙ্কান ব্যাটসম্যান শশিকাল সিরিওয়ারডিন। ৩৩ বলে ২ চার ও একটি ছক্কার মার ছিল তার ইনিংসে।

এছাড়া দিলানি মানোদারা ১৬ ও অধিনায়ক চামারি আতাপাত্তু করেন ১২ রান। ৩টি উইকেট নেন জাহানারা আলম। জবাবে ৭২ রানেই গুটিয়ে যায় লাল সবুজ জার্সিধারীরা। নার্গিস সুলতানা ২০, আয়েশা রহমান ও রিতু মনির ব্যাট থেকে আসে ১১ রান করে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি