ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষে বাবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪, ৩০ অক্টোবর ২০১৮

আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্সে মাধ্যমে শীর্ষে উঠে এলেন বাবর। ওই তিন ম্যাচে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে পাকিস্তান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের পঞ্চম অবস্থানে ছিলেন বাবর। ওই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকায় পাঁচ থেকে এক লাফে শীর্ষে উঠে এসেছেন তিনি। তবে তার স্বদেশী তারকা ফখর জামান তিন থেকে পাঁচে চলে গেছেন।

সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৬৮ রানের পর দ্বিতীয় ম্যাচে ৫ রানের জন্য ফিফটি হাতছাড়া করেন বাবর আজম। এরপর দুবাইয়ে রবিবার শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে জয় উপহার দিতে ৫০ রান করেন তিনি। এভাবে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে তিনি টি-টোয়েন্টিতে শীর্ষে উঠে এলেন।

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি