ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টি-১০ লিগের প্রচারণায় দুবাই গেলেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২১, ২ ডিসেম্বর ২০২৩

খেলার মাঠ থেকে রাজনীতিতে নাম লিখিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। মাগুরা-১ আসনে আওয়ামী লীগের হয়ে লড়বেন এই তারকা। যা নিয়ে, ব্যস্ত সময় কাটছে সাকিবের। এমন ব্যস্ততার মধ্যেও দুইদিনের সফরে দুবাই গেছেন এই অলরাউন্ডার।

শনিবার (২ ডিসেম্বর) সকালে দুবাইতে পৌঁছেছেন সাকিব। মূলত আবুধাবী টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের ফটোশুটে অংশ নিতে গিয়েছেন তিনি। এছাড়াও সাকিব দলটির বাণিজ্যিক কাজেও অংশ নেবেন। যদিও চলতি আসরে দলটির হয়ে মাঠে নামা হচ্ছে না সাকিবের।

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে আঙুলের চোট পান সাকিব। এর পর থেকে মাঠের বাইরে রয়েছেন তিনি। ফলে টি-১০ লিগের চলতি আসর থেকে আগেই ছিটকে গেছেন তিনি। তবে দলটির সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় তাদের আনুষ্ঠানিক ফটোশুট ও বাণিজ্যিক কাজে অংশ নেবেন এই বাংলাদেশি তারকা।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি