ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

টি-২০ তে রেকর্ডের দ্বারপ্রান্তে সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৪, ১৫ এপ্রিল ২০১৮

আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে টি-২০ ফরম্যাটে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নাম লেখাতে যাচ্ছেন বাংলাদেশের টেস্ট ও ছোট ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি ৪ হাজার রান ও ৩শ’ উইকেট শিকার করার দ্বারপ্রান্তে রয়েছেন।

গতরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৭ রান করে এই ফরম্যাটে ৪ হাজার রান পূর্ণ করেন সাকিব। একই খেলায় ২ উইকেট নিয়ে টি-২০ ক্রিকেটে উইকেট শিকার করেছেন ২৯৯ টি। ফলে আর মাত্র ১ উইকেট পেলেই টি-২০ ক্রিকেটের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নাম লেখাতে পারবেন তিনি।

উল্লেখ্য যে, টি-২০তে ব্যাট হাতে ৪ হাজার বা তারও বেশি রান ও ৩শ’ বা তারও বেশি উইকেট শিকার করেছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। ব্যাট হাতে ৫’হাজার ৫৮২ রান করার পাশাপাশি ৪১৩ উইকেট শিকার করেছেন তিনি। টি-২০ ক্রিকেটে ব্রাভোই এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারী।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি