ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

টি-২০ র‌্যাংকিংয়ে শ্রীলঙ্কাকে টপকে ৮ আফগানরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৭, ২ মে ২০১৮ | আপডেট: ১৯:৫৮, ২ মে ২০১৮

শ্রীলঙ্কাকে টপকে এবার আইসিসি টি-২০ র‌্যাংকিং-এর অষ্টমস্থানে উঠে এলো এশিয়ার যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান ক্রিকেট দল। মঙ্গলবার টেস্ট ফরম্যাটের পর আজ বুধবার নতুন করে ওয়ানডে ও টি-২০ র‌্যাংকিং প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টি-২০ ফরম্যাটের র‌্যাংকিং-এ চোখে পড়ার মত ছিলো আফগানদের উন্নতি।

টি-২০ র‌্যাংকিংয়ে ২০১৪-১৫ মৌসুমের পারফরম্যান্স বিবেচনা করা হয়নি। এরপরের বছরগুলোতে পারফরমেন্সের ৫০ শতাংশ বিবেচনা করে আইসিসি। শেষ তিন বছরে ৩৮টি টি-২০ ম্যাচে ২৯টিতে জয় পায় আফগানিস্তান।

জয়ের দিক দিয়ে শ্রীলংকার চেয়ে বেশ এগিয়ে আফগানিস্তান। কারণ গেল তিন বছরে ৪১ ম্যাচে মাত্র ১২টি জয়ের স্বাদ পেয়েছে লংকানরা। তাই লংকানদের টপকে র‌্যাংকিং-এর অষ্টম স্থানে জায়গা করে নেয় আফগানিস্তান।

আগেই বাংলাদেশকে পেছনে ফেলা আফগানদের রেটিং এখন ৮৭। ৮৫ পয়েন্ট রয়েছে শ্রীলংকার। ৭৫ পয়েন্ট নিয়ে র‌্যাংকিং-এর দশম স্থানে বাংলাদেশ। ১৩০ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পাকিস্তান। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ভারত।

আইসিসি টি-২০ র‌্যাংকিং :

র‌্যাংকিং দল ম্যাচ রেটিং

১ পাকিস্তান ২৩ ১৩০

২ অস্ট্রেলিয়া ১৫ ১২৬

৩ ভারত ৩২ ১২৩

৪ নিউজিল্যান্ড ২২ ১১৬

৫ ইংল্যান্ড ১৭ ১১৫

৬ দক্ষিণ আফ্রিকা ১৮ ১১৪

৭ ওয়েস্ট ইন্ডিজ ১৮ ১১৪

৮ আফগানিস্তান ২২ ৮৭

৯ শ্রীলংকা ২৭ ৮৫

১০ বাংলাদেশ ২১ ৭৫

১১ স্কটল্যান্ড ৯ ৬৬

১২ জিম্বাবুয়ে ১৪ ৫৮

১৩ নেদারল্যান্ডস ৮ ৫৩

১৪ আরব আমিরাত ১২ ৫১

১৫ হংকং ১০ ৪২

১৬ ওমান ৭ ৩৯

১৭ আয়ারল্যান্ড ১১ ৩৩

১৮ নেপাল ৪ ২৬

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি