ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টুইটার ব্যবহারে দিতে হবে ফি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১২, ৪ মে ২০২২ | আপডেট: ১৪:১৩, ৪ মে ২০২২

Ekushey Television Ltd.

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের বাণিজ্যিক ও সরকারি ব্যবহারকারীদের সামান্য ফি দিতে হতে পারে বলে জানিয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

টুইটারের পরিচালনা বোর্ড মাস্কের কাছে ৪৪ বিলিয়ন ডলারে বিক্রি করে দেওয়ার প্রস্তাবে সম্মত হওয়ার পরে এ ঘোষণা দিলেন তিনি।

তবে মাস্ক বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমটি সর্বদা সাধারণ ব্যবহারকারীরা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।”

বুধবার (৪ মে) এক টুইটার পোস্টে ইলন মাস্ক বলেন, “টুইটার সর্বদা সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে থাকবে, তবে বাণিজ্যিক বা সরকারি ব্যবহারকারীদের সামান্য খরচ করতে হতে পারে।”

এর আগে ইলন মাস্ক বলেছিলেন, তিনি নতুন ফিচার যুক্ত করে টুইটারকে আগের চেয়ে আরও ভালো করতে চান।

টুইটার তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য বিবিসি অনুরোধে প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র: বিবিসি
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি