টুকুকে মধ্যরাতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
প্রকাশিত : ১০:২৬, ১২ জুন ২০১৮
বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে মধ্যরাতে সাদা পোশাকে তুলে নিয়ে গেছে অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত ১২টার পর উত্তরার বাসা তাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ পরিবারের।
দলীয় সূত্র জানায়, উত্তরার ১৩ নাম্বার সেক্টরের রোড ১৩ ও বাড়ি নাম্বার ২৭-এ এসে রাত ১২টার পর এসে পৌঁছানোর পর বাসার গেটের সামনে থেকে ড্রাইভার ও সঙ্গে থাকা একজনসহ সালাউদ্দিন টুকুকে ধরে নিয়ে যায় সাদা পোশাকধারীরা। এসময় ওই এলাকায় থাকা সিসিটিভি খুলে নিয়ে যায় তারা।
সুলতান সালাহ উদ্দিন টুকুর স্ত্রীর বরাত দিয়ে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, `তার সঙ্গে আরও নেতাকর্মী ছিলেন। তাদের সবাইকে নিয়ে গেছে। কোথায় নিয়েছে, তা আমরা এখনও জানতে পারিনি।`
ওই বাসার দারোয়ান গণমাধ্যমকে বলেন, মোটর সাইকেলে করে আসা আইনশৃংখলা বাহিনীর সদস্যরা টুকুর হাতে হাতকড়া পরিয়ে বাসার সামনে থেকে নিয়ে যায়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন। রিজভীর ভাষ্য, সরকারের লোকেরাই তাকে তুলে নিয়ে গেছে। আইনশৃংখলা বাহিনী এখনও পর্যন্ত টুকুর আটকের বিষয়টি স্বীকার না করায় বা তার খোঁজ দিতে না পারায় উদ্বেগ প্রকাশ করেছেন রিজভী।
/ এআর /
আরও পড়ুন