ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪, ১৮ নভেম্বর ২০১৮

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফরিদ আলম ওরফে ডাকাত আলম (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি পুলিশের।

রোববার ভোরে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ নেঙ্গুরবিল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছ পুলিশ।

নিহত ফরিদ আলম দক্ষিণ নেঙ্গুরবিল গ্রামের আবদুল কাদের ওরফে পেরান কাদেরের ছেলে বলে জানা গেছে। তার বিরুদ্ধে দুইটি ইয়াবা, দুইটি অস্ত্রসহ ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সকালে টেকনাফের দক্ষিণ নেঙ্গুরবিল গ্রামের অভিযান চালিয়ে বাড়ি থেকে ফরিদ আলম ওরফে ডাকাত আলম (৪০) আটক করে। পরে তাকে নিয়ে অভিযানে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার লোকেরা পুলিশকে লক্ষ্যে করে গুলি ছুড়ে ডাকাত আলমকে ছিনিয়ে নেওয়া চেষ্টা করে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে ২৫ রাউন্ড গুলি চালালে হামলাকারীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত আলমকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি