ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০, ৩০ সেপ্টেম্বর ২০১৮

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইমরান ওরফে ‘পুতিয়া মিস্ত্রি’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। টেকনাফ থানার ওসি রনজিত বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার ভোর ৩টার দিকে উপজেলার হ্নীলা দরগাহ গেট এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ  ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদসহ ৭ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ।

নিহত ইমরান ওরফে পুতিয়া মিস্ত্রি উপজেলার হ্নীলার পশ্চিম সিকদারপাড়ার আজিজুল হক মিস্ত্রির ছেলে বলে জানা গেছে।

ওসি রনজিত বড়ুয়া জানান, ‘পুতিয়া মিস্ত্রি’ তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। পুতিয়া মিস্ত্রি ইয়াবার বড় একটি চালান হস্তান্তর করছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে গুলি ছোড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটে। পরে ঘটাস্থলে একজনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে নিহত লাশটি শীর্ষ ইয়াবা ব্যবসায়ী পুতিয়া মিস্ত্রির বলে শনাক্ত করে স্থানীয়রা।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি