টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
প্রকাশিত : ১১:১১, ২২ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১১:১৩, ২২ ফেব্রুয়ারি ২০১৯
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. বেল্লাল হোসেনকে (২৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মো. আছাদুদ-জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার কাটাবুনিয়া এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
নিহত মো. বেল্লাল হোসেন লক্ষ্মীপুর জেলার শাকচর গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা রাতে মো. বেল্লাল হোসেনকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মরিচ্যা চেকপোষ্টে আটক করে বিজিবি। তাকে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, বিপুল পরিমাণে ইয়াবা শুক্রবার ভোর রাতে সাবরাং ইউপিস্থ কাটাবুনিয়া এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবি টহলদল দ্রুত বেল্লাল হোসেনকে নিয়ে ওই এলাকায় যায়।
তিনি আরও জানান, কাটাবুনিয়া এলাকায় ভোর ৪টার দিকে একদল ব্যক্তিকে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। যৌথ টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই চোরাকারবারীর দল টহলদলের উপর গুলি বর্ষণ করতে থাকে। এ সময় বিজিবির সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি বর্ষন করে। গোলাগুলি থামার পর ভোরের আলোতে এলাকা তল্লাশি করে মো. বেল্লাল হোসেনকে গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
একে//
আরও পড়ুন