ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

টেকনাফ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৯, ২৯ সেপ্টেম্বর ২০১৮

টেকনাফ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। নায়েক মোহাম্মদ লালন খানের নেতৃত্বে এক অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়। 

জানা যায়, সাবরাং ইউপিস্থ কাটাবুনিয়া এলাকায় একটি পোল্ট্রি ফার্মের ভেতর ইয়াবার একটি চালান লুকায়িত থাকতে পারে। ওই গোপন সংবাদের প্রেক্ষিতে পোল্ট্রি ফার্ম এবং এর আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। আজ শনিবার এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানা যায়, ওই ফার্মের পার্শ্বে পোল্ট্রি ফার্মের মুরগির নীচে বিছানো কুঁড়ো এবং ময়লা মিশ্রিত বিষ্ঠার স্তুপের নীচে একটি কালো পলিথিন দেখতে পায়। বিষয়টি সন্দেহ হওয়ায় ওই বিষ্ঠা অন্যত্র সরিয়ে বিষ্ঠার স্তুপের নীচ হতে পলিথিনে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করে এসব মাদক পাওয়া যায়।

এসএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি