ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

টেন্ডুলকারকে ছাড়িয়ে কোহলির নতুন রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৬, ২ নভেম্বর ২০২৩

শ্রীলঙ্কার অফ স্পিনার মাহিশ থিকসানার বল লং-অনে খেলে সহজেই সিঙ্গেল নিলেন ভিরাট কোহলি। চলতি বছর ওয়ানডেতে হাজার রান পূর্ণ হয়ে গেল ভারতীয় তারকার। একই সঙ্গে তার নাম লেখা হয়ে গেল আরেকটি রেকর্ডে।

এক পঞ্জিকাবর্ষে হাজার রানের মাইলফলক এ নিয়ে ভিন্ন আট বছরে স্পর্শ করলেন কোহলি। ভেঙে দিলেন শচিন টেন্ডুলকারের রেকর্ড। এই কিংবদন্তি হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন ভিন্ন সাত বছরে।

টেন্ডুলকার প্রথমবার হাজার রান করেন ১৯৯৪ সালে। সেবার ২৫ ইনিংসে করেন ১ হাজার ৮৯ রান। এরপর ১৯৯৬ সালে ৩২ ইনিংসে ১ হাজার ৬১১, ১৯৯৭ সালে ৩৬ ইনিংসে ১ হাজার ১১, ১৯৯৮ সালে ৩৩ ইনিংসে ১ হাজার ৮৯৪, ২০০০ সালে ৩৪ ইনিংসে ১ হাজার ৩২৮, ২০০৩ সালে ২১ ইনিংসে ১ হাজার ১৪১, ২০০৭ সালে ৩২ ইনিংসে এক হাজার ৪২৫ রান করেন তিনি।

কোহলির হাজার রানের যাত্রা শুরু হয় ২০১১ সালে। সেবার ৩৪ ইনিংসে তিনি করেন ১ হাজার ৩৮১ রান। এরপর ২০১২ সালে ১৭ ইনিংসে ১ হাজার ২৬, ২০১৩ সালে ৩০ ইনিংসে ১ হাজার ২৬৮, ২০১৪ সালে ২০ ইনিংসে ১ হাজার ৫৪, ২০১৭ সালে ২৬ ইনিংসে ১ হাজার ৪৬০, ২০১৮ সালে ১৪ ইনিংসে ১ হাজার ২০২, ২০১৯ সালে ২৫ ইনিংসে ১ হাজার ৩৭৭ রান করেন তিনি।

এ বছরে হাজার ছুঁতে বৃহস্পতিবার মুম্বাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে কোহলির প্রয়োজন ছিল ৩৪ রান। ২০ ইনিংসে মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি।

তবে এ দিনও শতকের সুযোগ হাতছাড়া করেন কোহলি। ৯৪ বলে ৮৮ রান করে আউট হয়ে যান তিনি। এক ম্যাচ আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে আউট হয়েছিলেন ৯৫ রানে।

ওয়ানডেতে টেন্ডুলকারের সবচেয়ে বেশি ৪৯ শতকের রেকর্ড ছোঁয়ার অপেক্ষাও তাই বাড়ল কোহলির। তার শতক ৪৮টি। যার একটি করেছেন চলতি বিশ্বকাপে।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি