ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টেপ দিয়ে কলা আটকানো এই ছবির দাম এক কোটি টাকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ৭ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বইয়ের তাক। সেখানে সারি করে সাজানো রয়েছে বই। তার উপরে দেওয়ালে টেপ দিয়ে আটকানো রয়েছে একটি কলা। দেখে মনে হবে শুধু মজা করার জন্যই এ রকমই করা হয়েছে। আসলে এর রয়েছে গুরুত্বপূর্ণ অর্থ। সে জন্যই কলা আটকানো এই ছবিটি বিক্রি হল এক কোটি টাকায়!

দেওয়ালের মধ্যে কলাটি রাখা হয়েছিল আর্ট বাসেল মিয়ামি বিচ নামের একটি আর্ট শো-তে। বিখ্যাত ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলান পরিকল্পনা করেছিলেন এই আর্টের। নাম দিয়েছিলেন ‘কমেডিয়ান’। এই আর্টের জন্য ব্যবহৃত কলা মিয়ামির একটি মুদি দোকান থেকে কেনা হয়েছিল বলে জানা গেছে।

মিয়ামিতে বিক্রি হলেও এই শিল্পকলার প্রথম প্রদর্শন হয়েছিল প্যারিসের পেরোটিন গ্যালারিতে। সেই গ্যালারির মালিক ইমানুয়েল পেরোটিন বলেছেন, ‘এই শিল্পকর্মটি বোঝাচ্ছে যে, আমরা কোন বস্তুর মূল্য কী ভাবে নির্ধারণ করি এবং কোনগুলোকে মূল্যবান হিসেবে ধরি।’ 

কলার এই শিল্পকর্ম মিয়ামিতে বিক্রি হয়েছে এক লাখ ২০ হাজার ডলারে। যা আমাদের মুদ্রায় ১ কোটি টাকারও বেশি।

মিয়ামি বিচের এই আন্তর্জাতিক আর্ট ফেয়ার চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। ইতিমধ্যে ‘কমেডিয়ান’ আর্টের সফলতা পেয়েছেন শিল্পী মাউরিজিও ক্যাটেলান। তিনি এর পরের যে কাজটির পরিকল্পনা করেছেন, তার নাম দিয়েছেন ‘আমেরিকা’।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি