ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টেবিলের নিচে রাখা কিটনাশক খেয়ে ১৮ মাসের শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৪, ৩০ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

টেবিলের নিচে রাখা কিটনাশক খেয়ে মৃত্যু হয়েছে ১৮ মাসের শিশু অনিরুদ্ধ মন্ডলের। সে রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের ব্রজেন মন্ডলের ছেলে।

এ ঘটনায় সোমবার সকালে রাজবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ব্রজেন মন্ডল জানান, শিশু ছেলে অনিরুদ্ধ মন্ডল খাওয়া-দাওয়া করতে চায়না ঠিক মত। গত রবিবার সন্ধ্যায় তার স্ত্রী সন্তানকে ভাত খাওয়ানোর জন্য প্রতিবেশি সুশিল মন্ডলের বাড়িতে নিয়ে যান। ওই বাড়িতে ভাত খাওয়ানোর ফাঁকে ছেলে হামাগুড়ি দিয়ে বারান্দার টেবিলের নিচে চলে যায় এবং সেখানে থাকা কিটনাশক ভর্তি কাঁচের বোতল থেকে তা পান করে।

বিষয়টি নজরে আসতেই তারা ছেলেকে নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তবে সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি