ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টেলিস্কোপ তৈরি করে তাক লাগিয়েছেন নাজমুল (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ১৬ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বাণিজ্যিকভাবে টেলিস্কোপ তৈরি করে তাক লাগিয়েছেন ভোলার নাজমুল আহসান জাহিদ। বিদেশিগুলোর চেয়ে স্বল্পমূল্যে মিলছে এই টেলিস্কোপ, যা দেশের মহাকাশপ্রেমীদের জন্য আশীর্বাদস্বরূপ, মনে করছেন সংশ্লিষ্টরা। 

সৌরজগত সম্পর্কে জানার আগ্রহ থেকে ছাত্রজীবনেই গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ-উপগ্রহ আর নীহারিকা পর্যবেক্ষণ শুরু নাজমুলের।

তিনি বলেন, মহাকাশ পর্যবেক্ষণ কীভাবে নিজে করতে পারি সেই চিন্তা শুরুতে মাথায় আসার পর একটা টেলিস্কোপ সংগ্রহ করার চেষ্টা করি। কিন্তু তখন আমি হতাশ হই, কারণ টেলিস্কোপের দাম এতো বেশি যে, সেটা আমার ক্রয় ক্ষমতার বাইরে ছিল।

ইন্টারনেটে বিভিন্ন সাইট দেখে মাথায় চাপে টেলিস্কোপ তৈরির ভাবনা। যন্ত্রাংশ সংগ্রহের পর তৈরি করে ফেলেন স্বপ্নের টেলিস্কোপ ‘ইন্টারস্টেলার বিডি’।

মহাকাশপ্রেমীদের হাতে স্বল্পমূল্যে পৌঁছে দিতে বাণিজ্যিকভাবেও উৎপাদন করছেন টেলিস্কোপটি।

জ্যোতির্বিজ্ঞান বিষয়ে তরুণ উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা করা গেলে মহাকাশ গবেষণায় নতুন মাত্রা যোগ হবে, বলছেন মহাকাশ গবেষকরা।
 
বাংলাদেশ অ্যাসট্রোনমি রিসার্চ কলাবরেশনের ফাউন্ডার ও সিইও হাসিবুল হোসেন রিফাত এই বিষয়ে বলেন, শখের বশে হলেও মানুষ যখন টেলিস্কোপ সংগ্রহ করবে অথবা কারো কাছ থেকে সংগ্রহ করে আকাশ দেখা শিখবে তখন তার মধ্যে জ্যোতির্বিজ্ঞাননিয়ে আরও ভালোবাসা জন্মাবে। 

আরও উন্নত প্রযুক্তির ব্যবহারে নাজমুলের টেলিস্কোপটি বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে, প্রত্যাশা সবার।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি