ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

টেলি সামাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ৬ এপ্রিল ২০২০

বাংলা চলচ্চিত্রের অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ। গত বছর আজকের এ দিনে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। 

পাঁচ বছরের বেশি সময় ধরে হৃদ্‌রোগসহ নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন টেলি সামাদ। তাঁকে প্রায়ই হাসপাতালে কাটাতে হয়েছে। এরপর আবার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় তিনি মারা যান।

১৯৪৫ সালের ৮ জানুয়ারি মুন্সীগঞ্জের নয়াগাঁও এলাকায় টেলি সামাদ জন্মগ্রহণ করেন। সাড়া জাগানো এ অভিনেতার প্রকৃত নাম আব্দুল সামাদ।

১৯৭৩ সালে ‘কার বউ’ নামের চলচ্চিত্রে অভিনয় শুরু হয় তার। এর আগে টেলিভিশনে অভিনয় করে দর্শকের মনোযোগ কেড়েছিলেন টেলি সামাদ। ছয় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। অভিনয় ছাড়াও সংগীতে পারদর্শী ছিলেন টেলি সামাদ।

এদিকে করোনা ভাইরাসের কারণে দেশের বেশিরভাগ মানুষ গৃহবন্দি অবস্থায় আছে। যে কারণে এই শিল্পীর মৃত্যুবার্ষিকীতে বিশেষ কোনো আয়োজন করা হচ্ছে না বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

অভিনেতার কন্যা সোহেলা সামাদ কাকলী এবং পরিবারের অন্য সদস্যরা তার আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। 
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি