ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিংয়ে সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৮, ৩১ আগস্ট ২০১৭

নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেট লিজেন্ড সাকিব আল হাসান। শীর্ষে ছিলেন আগে থেকেই। এক নম্বরের ওপরে তো আর ওঠা যায় না! তবে রেটিং পয়েন্টে নিজেকে ছাড়িয়ে যাওয়া যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর টেস্টের পারফরম্যান্স সাকিব আল হাসানকে নিয়ে গেল সেই উচ্চতায়। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যা ঙ্কিংয়ে অর্জন করেছেন ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট।


মিরপুর টেস্টে দুই ইনিংসে ৫ উইকেট করে নিয়েছেন সাকিব। ব্যাট হাতে করেছেন ৮৪ ও ৫। অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন পারফরম্যান্সে এক টেস্ট থেকেই অর্জন করছেন ৫৮ রেটিং পয়েন্ট। টেস্ট শুরুর আগে ছিল ৪৩১, টেস্ট শেষে সাকিবের রেটিং পয়েন্ট ৪৮৯!


এর আগে সাকিবের ক্যারিয়ার সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল এই বছরই জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্ট শেষে ৪৪৩। প্রসঙ্গত ৩৫৩ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডারের মর্যাদায়ও রয়েছেন সাকিব।   


সাকিবের এই বড় লাফে র্যা ঙ্কিং শীর্ষের মিউজিক্যাল চেয়ারের খেলাও আপাতত থামতে পারে। রবীন্দ্র জাদেজার সঙ্গে চলছিল তার তুমুল লড়াই। সবশেষ গত র্যা ঙ্কিংয়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে জাদেজার জায়গায় শীর্ষে উঠেছিলেন সাকিব। তবে এগিয়ে ছিলেন মাত্র ১ রেটিং পয়েন্টে। এবারের লাফের পর ভারতীয় অলরাউন্ডারের সঙ্গে সাকিবের ব্যবধান এখন ৫৯ রেটিং পয়েন্ট। জাদেজার রেটিং ৪৩০।


অলরাউন্ডারদের র্যা ঙ্কিংয়ে তিন, চার ও পাঁচে আগের মতোই আছেন যথাক্রমে রবিচন্দ্রন অশ্বিন (৪২২), মইন আলি (৩৯২) ও বেন স্টোকস (৩৬০)। শীর্ষ দশে আরও আছেন যথাক্রমে ফিলান্দার, স্টারক, হোল্ডার, হেরাথ ও বোর্ড।
//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি