টেস্ট ক্রিকেটের সেরা ৫ বোলার
প্রকাশিত : ২৩:২২, ২৮ আগস্ট ২০১৮
সম্প্রতি টেস্ট ক্রিকেটে অ্যান্ডারসনের ৫৫৭ উইকেট নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তার কারণ স্বয়ং আরেক কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা। আর মাত্র ৭ উইকেট ঝুলিতে পুরতে পারলেই শীর্ষে উঠে যাবেন অ্যান্ডারসন। তবে তা কেবল ফার্স্ট বোলার হিসেবেই। অন্যদিকে উইকেট প্রাপ্তির দিক থেকে সবার শীর্ষে রয়েছেন লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরন।
টেস্টে উইকেট প্রাপ্তির দিক থেকে ১ নম্বরে রয়েছেন মুরালিধরন। ১৩৩ ম্যাচের ২৩০ ইনিংসে ৮০০ উইকেট নিয়ে তিনি শীর্ষে রয়েছেন। তার পরেই রয়েছেন আরেক কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। ১৪৫ ম্যাচের ২৭৩ ইনিংসে ওয়ার্ন নেন ৭০৮ উইকেট। তিন নম্বরে রয়েছেন আরেক স্পিনার অনিল কুম্বলে। ১৩২ ম্যাচের ২৩৬ ইনিংসে তার অর্জন ৬১৯ উইকেট।
শীর্ষ তিন বোলার স্পিনার হলেও চারে রয়েছেন ফার্স্ট বোলার গ্লেন ম্যাকগ্রা। ১২৪ ম্যাচের ২৪৩ ইনিংসে তার অর্জন ৫৬৩ উইকেট। আর পাঁচে রয়েছেন আরেক ফার্স্ট বোলার জেমস অ্যান্ডারসন। শীর্ষ চার বোলার অবসর নিলেও এখনও দিব্যি খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। ১২৪ ম্যাচের ২৪৩ ইনিংসে অ্যান্ডারসনের অর্জন ৫৫৭ উইকেট।
এমজে/