ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

টোটাল ফিটনেস প্রোগ্রাম অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ১০ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১৬:৪১, ১০ ফেব্রুয়ারি ২০২৪

গাজীপুরের ভলান্টিয়ার অর্গানাইজেশন অব গাজীপুর এর প্রথম সমন্বয়ক সভা গতকাল ৯ ফেব্রুয়ারি টোটাল ফিটনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রোগ্রামে গাজীপুরের ৩৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের ৩৭ জন দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

প্রোগ্রামে টোটালি ফিটনেস কি ও কেন? এ বিষয়ে আলোচনা করেন অর্গানিয়ার আলীম-আল-রাজী।

স্বেচ্ছাসেবকদের করণীয় বিষয়ে আলোচনা করেন গাজীপুর শাখার আর্ডেন্টিয়ার মো. আমিনুল ইসলাম। প্রোগ্রাম শেষে অংশগ্রহণকারীদের মধ্যে টোটাল ফিটনেস ব্রোশিউর বিতরণ করা হয়।

এছাড়া ১০ ফেব্রুয়ারি শনিবার সকাল ৬:৪৫ থেকে ৭.৪৫ পর্যন্ত বনশ্রী সেন্টারের উদ্যোগে আফতাব নগর আড্ডার মোড়ে টোটাল ফিটনেস ক্লাব, বনশ্রীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। গ্রাজুয়েট, প্রো-মাস্টার এবং এসোসিয়েটস মিলে মোট ২৫ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দক্ষিণ বনশ্রী সেলের আহবায়ক মো: মশিউর রহমান। 

টোটাল ফিটনেস ক্লাব, রমনার কো-অর্ডিনেটর এডভোকেট মুনিরুজ্জামান-এর পরিচালনা ঘন্টাব্যাপী মেডিটেশন কোয়ান্টাম ব্যায়াম এবং দম চর্চায় অংশগ্রহণকারী উজ্জীবিত ও প্রাণবন্ত হয়ে যান। 

এখন থেকে নিয়মিত প্রতিদিন সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত একই স্থানে টোটাল ফিটনেস কার্যক্রম পরিচালিত হবে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি