ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

টোটাল ফিটনেস প্রোগ্রাম অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১১, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

কোয়ান্টাম ফাউন্ডেশন মিডিয়া সেলের আয়োজনে ডিবিসি নিউজ চ্যানেলের মহাখালীস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হলো টোটাল ফিটনেস প্রোগ্রাম।

শনিবার ১৭ ফেব্রুয়ারি বিকেলে এই ২৪ ঘণ্টার নিউজ চ্যানেলের কার্যালয়ে চ্যানেলটির প্রধান সম্পাদক এবং সিইও মঞ্জুরুল ইসলাম, সম্পাদক প্রণব সাহা, সিনিয়র অ্যাসাইনমেন্ট এডিটর মাসুদ ইবনে আইয়ুব কার্জন, অ্যাসাইনমেন্ট এডিটর নাজনীন মুন্নী-সহ ৫৩ জন সংবাদকর্মী, কর্মকর্তা-কর্মী উপস্থিতি ছিলেন।

দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে বৈজ্ঞানিক জীবনযাপন, শারীরিক মানসিক, সামাজিক ও আত্মিক ফিটনেস বিষয়ক আলোচনা করেন কোয়ান্টাম হার্ট ক্লাবের কো-অর্ডিনেটর ডা. মনিরুজ্জামান। প্রাণবন্ত ইয়োগা সেশন পরিচালনা করেন সঞ্জয় কুমার রায়।

সঞ্চালনায় ছিলেন মিডিয়া সেলের আহ্বায়ক মোহাম্মদ মাহমুদজ্জামান। সব শেষে উপস্থিত সবাই ভালো মানুষ ভালো দেশ মেডিটেশনে অংশ নেন। কয়েকজন সাংবাদিক তাদের অনুভূতি বর্ণনা করেন। চ্যানেলটির প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম এ ধরনের আয়োজনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি